“সমৃদ্ধ হউক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ সকাল ১১.০০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগার,জামালপুরেএর চত্বরে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার জামালপুরের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, ইফতেখার ইউনুস, জামালপুর। উদ্ভোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুরের সহকারী লাইব্রেরিয়ান জনাব রামেন্দ্র সরকার সুমিত।
এ সময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা প্রভাষক জনাব মোঃ ইমরান হোসেন, সুলতানা আহমেদ স্বপণা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কবি ও লেখক জনাব সাজ্জাদ আন্সারী, জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর টেলিভিশন রিপোর্টারস ইউনিটের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান ও সভার সভাপতি জনাব রামেন্দ্র সরকার সুমিত ।
এ সময় বক্তারা বই পড়ার আগ্রহ বাড়াতে অভিবাবকদের সচেতন করার পাশাপাশি, মোবাইল ফোনের আসক্তি কমিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করে, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পৃথীবির সভ্যতার সবচেয়ে প্রাচিনতম ও আদী প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগারকে বক্তার আখ্যা দেন। বই এর প্রয়োজনীয়তা পৃথিবী সৃষ্ঠির শুরু থেকে শেষ পর্যন্ত রয়ে যাবে তা উল্লেখ করেন। তাই জ্ঞান মনস্ক জাতি গঠনে বই পাড়ার গুরুত্ব অপরিসীম।
পরে মহান বিজয় দিবস-২০২৪ ও ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থগার দিবস ২০২৫ এর বইপাঠ প্রতিযোগিতা,রচনা,চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ২৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস