Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে রচনা প্রতিযোগিতা।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
জেলা সরকারি গণগ্রন্থাগার, জামালপুর


নম্বর ৪৩.২৬.৩৯০০.০০১.২৩.০৪৫.০৯.১৫২

তারিখ: ২৯ কার্তিক ১৪২৮
১৪ নভেম্বর ২০২১

বিজ্ঞপ্তি/নোটিশ

বিষয়:

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে রচনা প্রতিযোগিতা।

    গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রাণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর এ মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান জানানো যাচ্ছে।

 ক) রচনা প্রতিযোগিতার বিষয়:

ক্রমিক নং

গ্রপ শ্রেণী রচনা প্রতিযোগিতার বিষয় শব্দসীমা
০১ পঞ্চম-অষ্টম বীরশ্রেষ্ঠদের কথা ১০০০
০২ নবম-দ্বাদশ বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু ১২০০
০৩ স্নাতক-স্নাতকোত্তর কবিতা ও গানে বিজয় ও জাতির পিতা ১৫০০
০৪ সর্বসাধারণ মুজিব জন্মশতবার্ষিকী ও আমাদের বিজয়ের চেতনা ১৮০০
০৫ বিশেষ(প্রতিবন্ধী) বাংলাদেশের মু্ক্তিযুদ্ধ ১০০০


রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়ে জ্ঞাতব্যঃ রচনা A4 সাদাকাগজে একদিকে লিখে জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর এ ১৪.১২.২০২১ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
শর্তাবলিঃ
০১.রচনা A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতায় একদিকে লিখতে হবে,উভয় পৃষ্ঠায় লেখা ‍যাবে না।
০২.ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড অথবা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত খাতা জমা দিতে হবে এবং অন্যান্য প্রতিযোগীর রচনায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ খাতা জমা দিতে হবে।
০৩.রচনা ও চিত্রাংকনের খাতায় অবশ্যই অংশগ্রহণকারীর নাম,পিতা নাম ও মাতার নাম,পূর্ণ ঠিকানা,দিবসের নাম,প্রতিযোগিতার বিষয়,প্রতিযোগিতার গ্রুপ, জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করে এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
০৪.রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

signature১৪-১১-২০২১

রামেন্দ্র সরকার সুমিত

সহকারী লাইব্রেরিয়ান

ফোন: +৮৮০৯৮১৬২০১৭

ইমেইল: gpljamalpur@gmail.com

সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল:

১) মহাপরিচালক , গণগ্রন্থাগার অধিদপ্তর
২) জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর
৩) সিনিয়র তথ্য অফিসার, তথ্য অফিসারের দপ্তর, জেলা তথ্য অফিস, জামালপুর
৪) উপজেলা নির্বাহী অফিসার(সকল), জামালপুর জেলা।
৫) সহকারী পরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ
৬) জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা শিক্ষা অফিস, জামালপুর
৭) সহকারী কমিশনার, শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর
৮) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা শিশু একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, জামালপুর
৯) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জামালপুর
১০) উপজেলা শিক্ষা কর্মকর্তা (সকল),জামালপুর জেলা।
১১) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(সকল), জামালপুর জেলা।।
১২) মোঃ আব্দুর রহমান মিয়া, লাইব্রেরি কর্মকর্তা, (মাঠ পর্যায়ের সকল পাঠকদের নিকট বিজ্ঞপ্তিটি প্রচার করিবেন)
১৩) অধ্যক্ষ / প্রধান শিক্ষক..............................................................................................(বিজ্ঞপ্তিটি আপনার নোটিশ বোর্ডে দেওয়ার জন্য অনুরোধ করা হল)
১৪) অফিস কপি, জেলা সরকারি গণগ্রন্থাগার,জামালপুর।

ছবি
প্রকাশের তারিখ
14/11/2021
আর্কাইভ তারিখ
14/12/2022