Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতি মূলক সভার কার্যাবলি
বিস্তারিত

                            গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার                   

গণগ্রন্থাগর অধিদপ্তর

জেলা সরকারি গণগ্রন্থাগার

publiclibrary.jamalpur.gov.bd

জামালপুর

 

০৫ ফেব্রুয়ারি,২০২০ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে ০৩.০২.২০২০ তারিখে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী

 

           সভাপতিঃ জনাব মোহাম্মদ এনামুল হক

           জেলা প্রশাসক,জামালপুর।

           সভার তারিখঃ০৩.০২.২০২০

           সময়ঃ সকাল ১১.০০ টা

           স্থানঃ জেলা প্রশাসকের কার্যালয়,জামালপুর এর সম্মেলন কক্ষ।

 

     সভায় উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য।

     

     সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। সভার শুরুতে বলেন,২০১৮ হতে জাতীয়ভাবে গ্রন্থাগার দিবস পালন শুরু হয়েছে এবং তা জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে। এ বছর “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে আরও উৎসাহ-উদ্দীপনার সাথে জাতীয় গ্রন্থাগার দিবসের কর্মসূচীসমূহ বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহব্বান জানান। বিস্তারিত আলোচনা শেষে সভার নিম্নরুপ সিদ্ধান্তসসূহ গৃহীত হয়।

 

ক্রমিক নং

সিদ্ধান্ত

বাস্তবায়ন

০১

ক)জেলা পর্যায়ে সকাল ১১.০০ ঘটিকায় বকুলতলা পাবলিক লাইব্রেরি হতে জেলা সরকারি গণগ্রন্থাগার শহীদ হারুন সড়ক পর্যন্ত i¨vwj করার সিদ্ধান্ত গৃহীত হয়।

খ) i¨vwjর উপকরণ হিসাবে টি-শার্ট,ব্যানার,ফেস্টুন এবং ভ্রাম্যমান লাইব্রেরির গাড়ী রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসন ও

জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর।

০২

 

ক) i¨vwjতে শিক্ষার্থী এবং শিক্ষকগণের অংশগ্রহনের জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে পত্র প্রেরণেন সিদ্ধান্ত গৃহীত হয়।

খ) i¨vwj ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য লাইব্রেরিতে সকল পাঠকদের উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃতীত হয়।

জেলা প্রশাসন ও

জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর।

০৩

ক)i¨vwj শেষে আলোচনা সভা জেলা সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে।

খ)আলোচনা শেষে বই পাঠ প্রতিযোগিতার মাধ্যমে তিনজন বিজয়ীর মাঝে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে লিখা বই সমূহ পুরস্কার হিসাবে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসন ও

জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর।

   

   সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

                                                          মোহাম্মদ এনামুল হক

                                                           জেলা প্রশাসক

                                                               ও

                                                             আহবায়ক

                                                   জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন কমিটি

                                                             জামালপুর।

 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
03/02/2020
আর্কাইভ তারিখ
31/03/2020