“স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ফেব্রুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধনের মধ্য দিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুরে জেলা প্রশাসন ও জেলা গ্রন্থাগারের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জনাব রামেন্দ্র সরকার সুমিতের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মোক্তার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার জনাব রায়হান মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজি শাহ নেওয়াজ, কবি ও সাংবাদিক জনাব সাযযাদ আনসারী, জেলা ব্র্যাক প্রতিনিধি জনাব মনির হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হিশাম আল মহান্নাভ, আমির উদ্দিন,ভ্রাম্যমান লাইব্রেরি কর্মকর্তা মো. আব্দুর রহমান মিয়া প্রমুখ।
চিত্রাঙ্কন, রচনা,বইপাঠ,কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী ও সকল পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণের শুরুতে জনাব রামেন্দ্র সরকার সুমিত ,সহকারী লাইব্রেরিয়ান সকল অতিথিবৃন্দদের সর্বকালের সেরা উপহার “বই” উপহার দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন কবি অধ্যাপক তরিকুল ফেরদৌস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS