জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর এর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা
৩. উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগার স্থাপনঃ
‘উপজেলা সংস্কৃতি কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার স্থাপন।
৪. ভ্রাম্যমান লাইব্রেরি চালুকরণঃ
গণগ্রন্থাগার অধিদপ্তরের ‘ দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে জামালপুর জেলায় ভ্রাম্যমান লাইব্রেরি সেবা চালু করা।
৫. আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গ্রন্থাগার সেবা প্রদানঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুর এ প্রয়োজনীয় সবধরণের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
৬. পরিস্কার পরিচ্ছন্নতা সহ গ্রন্থাগারের সার্বিক পরিবেশের উন্নতি সাধন:
পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও গ্রন্থাগারের সার্বিক পরিবেশের উন্নতি সাধন করা।
৭. আধুনিক তথ্য - নির্ভর সমাজ বিনির্মাণঃ
আধুনিক সমাজ তথ্যনির্ভর সমাজ। তথ্য বিস্ফোরণের এই যুগে প্রতিনিয়ত নিত্য - নতুন তথ্য আমাদের জানতে হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাই। প্রযুক্তির এই আর্শীবাদকে কাজে লাগিয়ে গ্রন্থাগারকে জনগণের জন্য একটি তথ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
৮. জামালপুর জেলার সর্বসস্তরের জনগণকে বইপাঠে আগ্রহী করাঃ
জেলার সর্বসস্তরের জনগণকে বইপাঠে আগ্রহী করার মাধ্যমে সুশিক্ষিত, দায়িত্বশীল, সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
৯. সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনঃ
মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ, উন্নত জীবনবোধ গঠন, চিমত্মার স্বাধীনতা, বিবেকের স্বচ্ছতা, জ্ঞানের ব্যপকতা, দেশপ্রেম, নীতি - নৈতিকতা, উন্নত চরিত্র এককথায় স্বশিক্ষিত ও একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং সর্বোপরি একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS