মুজিবর্বষ ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জামালপুর জেলায় বই মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জামালপুর এর আয়োজনে ৩০/১২/২০২১ খ্রী. তারিখ বিকাল ০৩ ঘটিকায় " বঙ্গবন্ধু ও স্বাধীনতা " বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি মহোদয় ,সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, জনাব মুর্শেদা জামান মহোদয় আরো উপস্থিত ছিলেন জামালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব লিটুস লরেন্স চিরান, জামালপুর উপজেলা ভূমি কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী লাইব্রেরিয়ান বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সদস্য সচিব- রামেন্দ্র সরকার সুমিত ।
উদ্ভোধন শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন উদ্ভোধক সহ জামালপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। স্টল পরিদর্শন শেষে বই এর মোরক উন্মোচন করা হয়।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ও পরিবেশনা করে জেলা শিশু একাডেমী জামালপুর।
দ্বিতীয় দিন যথারিতি মেলা বিকাল তিনটা থেকে শুরু হয় সেই সাথে সাথে জেলা শিল্পকলা অফিসের পরিবেশনায় বাউল সংগীত অনুষ্ঠিত হয় ।
মেলার তৃতীয় দিন ০১.০১.২০২১ তারিখে বিকাল তিনটা থেকে মেলা আরম্ভ হয়ে রাত নয়টা পর্যন্ত মেলাটি চলে ঐদিন জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংগীত অনুষ্ঠান,নৃত্ত্য ও নানান রকম পরিবেশনার মধ্য দিয়ে মেলার পুরোটা সময় জুরে তাদের পরিবেশনায় মুখোর থাকে মেলায় হাজারো মানুষ। মেলায় প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয় মেলার।
মেলার শেষ দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসকের ,মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),জামালপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা ভূমি কর্মকর্তা,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা গণ।
মেলায় স্টেজ,সেল্ফি কর্ণার ও স্টল গুলো বিচিত্র ভাবে সাজানো হয়েছিল। সেই সাথে বর্ণিল আলোকসজ্বা করা হয়েছিল।মেলায় প্রতিটি স্টলে একই ডিজাইনের ব্যানার করা হয় ও মঞ্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রেরিত ডিজাইন অনুযায়ী ব্যানার,পোষ্টার,ব্যাকড্রপ দিয়ে মেলা স্টল মঞ্চ,গেইট ,সেল্ফিকর্ণার ,উদ্ভোধনী ফেস্টুন সহ সকল স্থানেই নতুনাকৃত ডিজাইন যথাযথ ভাবে অনুসরণ করে ব্যাবহার করা হয়েছে।
মেলায় প্রায় প্রতিটি স্টল বই মেলায় ভাল বিত্রুয় করেছে,তবে প্রদর্শনীর জন্য স্টল গুলোতে কোন বিক্রি করা হয় নি। পুস্তক বিক্রেতা সমিতির সাংগঠনিক সম্পাদক জানান মেলাটি যেন প্রতিবছর অনুষ্ঠিত হয় তাতে করে নতুন প্রজন্মের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি হয় এবং সারা বছর যে পরিমাণ সৃজনশীল বই উনারা বিক্রি করতে না পারেন তা এই চারদিনে উনারা বিক্রি করেতে পারেন।এতে করে বই প্রতি সবার ভালবাসা বাড়ে ও সবার ভেতর একটি বন্ধন তৈরি হয়।
মেলা ০২/০১/২০২১ তারিখ রাত নয় ঘটিকা পর্যন্ত চলমান থাকে। শেষ দিন মেলায় ০২ ক্যাটাগরিতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা করে মোট ছয়টি বই এর স্টলকে পুরস্কৃত করা হয় উক্ত ক্রেস্ট সমূহেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ডিজাইন অনুসরণ করা হয় ও সকল অংশগ্রহণকারী স্টলকে সৌজন্য স্মারক প্রদান করা হয়। তা ছাড়া্ও বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের মেলায় পুরস্কার বিতরণ করা হয়্ । সব শেষে বলা যায় যে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা জামালপুর জেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে মেলা শেষ হলেও মেলাটি বই প্রেমি ও বর্তমান প্রজন্মের কাছে বই এর প্রতি ভালবাসা তৈরি করে গেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS