যথাযথ মর্যাদায় জামালপুর জেলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত.
“গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
আজ সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার জামালপুরের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোক্তার হোসেন, জামালপুর। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুরের সহকারী লাইব্রেরিয়ান জনাব রামেন্দ্র সরকার সুমিত।
এ সময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মোনোয়ার হোসেন মুরাদ, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, কবি সাযযাদ আনসারি,জামালপুর টেলিভিশন রিপোর্টারস ইউনিটের সভাপতি ফজলে এলাহী মাকাম, ল্যাব জামালপুর জেলার সভাপতি আমিনুর ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জনাব রামেন্দ্র সরকার সুমিত ও ভ্রাম্যমান লাইব্রেরির লাইব্রেরিয়ান আব্দুর রহমান মিয়া সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বই পড়ার আগ্রহ বাড়াতে অভিবাবকদের সচেতন করার পাশাপাশি, মোবাইল ফোনের আসক্তি কমিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করে, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS