জেলা সরকারি গণগ্রন্থাগার জামালপুরে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১পালন।
“মুজিববর্ষের অঙ্গীকার
ঘরে ঘরে গ্রন্থাগার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে
জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, জামালপুর ও জেলা প্রশাসন জামালপুর এর যৌথ আয়োজনে ০৫.০২.২০২১ তারিক বিকাল তিন ঘটিকায় বেলুন উড়িয়ে এক বর্ণিল উদ্ভোধনী উনুষ্ঠানের শেষে আলোচনা সভায় আয়োজন করা হয়।
জনাব রামেন্দ্র সরকার সুমিত,সহকারী লাইব্রেরিযান জামালপুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মোকলেছুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুনিরা মুস্তারিন ইভা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, কবি সাজ্জাত আনসারী, সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, ভ্রাম্যমান লাইব্রেরি জামালপুর ইউনিট এর লাইব্রেরি কর্মকর্তা আব্দুর রহমান মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক(সর্বিক) জনাব মোকলেছুর রহমান বলেন প্রতিটি মানুষকে মানবিক হতে হবে মানবিক হতে গেলে বই পড়ার কোন বিকল্প নেই এ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি বাসায় সকলের বই পড়ার মাধ্যমে প্রতিটি ঘরকেই জ্ঞান সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার আহব্বন জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন শিশুদের পাঠঅভ্যাস গড়ে তুলতে হবে সেই সাথে প্রতিটি শিক্ষিত জনগোষ্ঠীকে জ্ঞান সম্মৃদ্ধ করার জন্য জীবনের সকল বয়সে প্রায় প্রতিদিন বই পড়তে হবে।
সহকারী লাইব্রেরিয়ান জনাব রামেন্দ্র সরকার সুমিত বলেন ২০১৭ সালে মন্ত্রি পরিষদ বিভাগে মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দিবসটির অনুমোদন দেন। তার পর ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস সকল স্কুল, কলেজ,মাদরাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বেসরকারি গ্রন্থাগার সমূহে পালিত হচ্ছে তা ছারাও সকল গ্রন্থাগার পেশাজীবী সংগঠন এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছেন।
করোনার কারনে এ বছর রেলী ব্যাতিত সকল অনুষ্ঠান যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে। উনি জামালপুরের প্রতিটি মানুষকে বেশি করে গ্রন্থাগার ব্যাবহারের জন্য উৎসাহিত করেন ও সকলকে ধন্যবাদ দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।